Ticker

6/recent/ticker-posts

রসায়নের খুঁটিনাটি

 

রসায়নের কিছু খুঁটিনাটি ও মজাদার সব উত্তর । অনেক সময় এগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। 



কোন ফলে কোন এসিড

১.লেবু ------------সাইট্রিক এসিড।

২.আপেল-----------ম্যালিক এসিড।

৩.তেতুল-----------টারটারিক এসিড।

৪.পেয়ারা-----------এসকরবিক এসিড।

৫.আমড়া-----------এসকরবিক এসিড।

৬.টমেটো-----------মলিক এসিড।

৭.কমলা-------------এসকরবিক এসিড।

৮.কামরাঙ্গা----------এসকরবিক এসিড।

৯.আমলকি-----------অক্সালিক এসিড।

১০.আঙ্গুর------------টারটারিক এসিড

কিছু আবিস্কার ও আবিষ্কারক - এর নাম :

(1)হাইড্রোজেন - হেনরি ক্যাভেন্ডিস

(2)অক্সিজেন - প্রিস্টলি

(3)ক্লোরিন - ময়সাঁ

(4)ওজোন - স্কোনবীনি

(5)ইলেকট্রন - থমসন

(6)প্রোটন - রাদারফোর্ড

(7)নিউট্রন - চ্যাডউইক

(8)রেডিয়াম - মাদাম কুরি ওপিয়েরে কুরি

(9)শুষ্ক কোষ - জর্জেস লেকল্যান্স

(10)বৈদ্যুতিক কোষ - আলেকসান্দ্রভোল্টা

(11)পারমাণবিক সংখ্যা - মোঁসলে

(12)তড়িৎ বিশ্লেষণ - মাইকেল ফ্যারাডে

সংকেত ও তথ্য

১।ইপসাম লবণ-MgSO4.7H2O

২।প্রডিউসার গ্যাস-CO+N2

৩।অলিয়াম এর সংকেত-H2S2O7

৪।চাইনিজ হোয়াইট-ZnO

৫।সালফার সেসকুই অক্সাইড-S2O3

৬।অয়েল অব ভিট্রিয়ল-H2SO4

৭।মার্কের পারহাইড্রল-30% H2O2 এর দ্রবণ

৮।রাজঅম্ল-"1" মোল "গাড়" HNO3+"3" মোল "গাড়" HCl এর মিশ্রণ

৯।কঠিন আলুমিনিয়াম ক্লোরাইডের সঠিক আণবিক সংকেত-Al2Cl6

১০।জুয়েলারস বর্জ্য এর সংকেত-Fe2O3

***চাইনিজ হোয়াইট চর্মরোগ এর মলম তৈরি এবং দাতের চিকিৎসায় ব্যবহৃত হয়।

**ভিট্রিয়ল মানে হল কাঁচ।সবুজ ভিট্রিয়ল(Fe2SO4.7H2O) এবং ফিটকিরি থেকে তৈরি বলে এবং দেখতে তৈলের মত বলে H2SO4 কে অয়েল অব ভিট্রিয়ল বলে।

*রাজঅম্লের অপর নাম-অ্যাকুয়া রোজিয়া।এটি Au,Pt ইত্যাদি নিষ্ক্রিয় ও অভিজাত ধাতুকে দ্রবীভূত করে।এর দ্বারা অভিজাত ধাতুগূলোর বিশুদ্ধতা নিরূপণ করা হয়

পর্যায় সারনির কিছু তথ্য:-

সবচেয়ে হালকা ধাতু: লিথিয়াম (Li)

সবচেয়ে হালকা মৌল: হাইড্রোজেন (H)

সবচেয়ে ভারী ধাতু: অসমিয়াম (Os)

সবচেয়ে মূল্যবান ধাতু: ক্যালিফোর্নিয়াম (Cf)

সবচেয়ে ঘাতসহ ধাতু: সোনা (Au)

সবচেয়ে নমনীয় ধাতু: প্লাটিনাম (Pt)

সবচেয়ে উচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু: টাংস্টেন (W)

সবচেয়ে নিম্ন গলনাংক বিশিষ্ট ধাতু: লেড (Pb)

তরল ধাতু: Fr, Ga,HG,Cs

তরল অধাতু: Br

সবচেয়ে ভারী তরল: Hg

তেজস্ক্রিয় ধাতু: Ba

সবচেয়ে তড়িত্ ধনাত্মক গ্রুপ: IA

সবচেয়ে তড়িত্ ঋনাত্মক গ্রুপ: VIIA

সবচেয়ে তড়িত্ ধনাত্মক মৌল: Fr

সবচেয়ে তড়িত্ ঋনাত্মক মৌল: F